

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুম্বাইয়ের ওশিওয়ারা এলাকার একটি আবাসিক ভবনে গুলিবর্ষণের ঘটনায় অভিনেতা ও চলচ্চিত্র সমালোচক কামাল আর খানকে (কেআরকে) গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ওশিওয়ারার একটি আবাসিক ভবনে পরপর দুটি গুলির শব্দ শোনা যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয় এবং একাধিক প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়া হয়। শুরুতে স্পষ্ট কোনো সূত্র পাওয়া না গেলেও ফরেনসিক তদন্তে পুলিশের সন্দেহ গিয়ে পড়ে কামাল আর খানের ওশিওয়ারা এলাকার বাংলোর দিকে।
এরপর তদন্তের অংশ হিসেবে কেআরকেকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গুলিটি তাঁর বৈধ লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র থেকেই ছোড়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, সংশ্লিষ্ট অস্ত্রটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
গ্রেপ্তারের পরদিন তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক ২৭ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দেওয়া বক্তব্যে কেআরকে অভিযোগ করেন, হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একটি প্রভাবশালী গোষ্ঠী তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে বলিউডের ছবি, প্রযোজনা সংস্থা ও অভিনেতাদের সমালোচনা করার জের ধরেই তাঁর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
কেআরকের আইনজীবীর দাবি, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি দুটি আলাদা ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালায়। দুটি আবাসনের মধ্যে দূরত্ব প্রায় ৪০০ মিটার, অথচ ব্যবহৃত অস্ত্রের কার্যক্ষমতা মাত্র ২০ মিটার পর্যন্ত।
এ প্রসঙ্গে কেআরকে একটি বিবৃতিতে বলেন, ‘আমি ওই ব্যক্তিকে চিনি না, কোনো পরিচয়ও নেই। গুলি চালানোর কোনো ইচ্ছা আমার ছিল না। ফেসবুকে মন্তব্য করার কারণেই ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে টার্গেট করছে। আমার কাছে বৈধ লাইসেন্স রয়েছে। আমি একজন ব্যবসায়ী এবং বহু বছর ধরে মুম্বাইয়ে বসবাস করছি। পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই।’
এর আগে পুলিশকে দেওয়া বয়ানে কেআরকে দাবি করেন, কারও ক্ষতি করার উদ্দেশ্যে তিনি গুলি ছোড়েননি। তাঁর বক্তব্য অনুযায়ী, বন্দুক পরিষ্কার করার সময় সেটি কার্যকর আছে কি না, তা পরীক্ষা করতে তিনি নিজের বাড়ির সামনে থাকা ম্যানগ্রোভ জঙ্গলের দিকে তাক করে গুলি চালান। তাঁর ধারণা ছিল, গুলিটি জঙ্গলের মধ্যেই হারিয়ে যাবে। তবে হাওয়ার গতিপথ বদলে যাওয়ায় গুলিটি প্রত্যাশার চেয়ে অনেক দূরে গিয়ে ওশিওয়ারার একটি আবাসিক ভবনে আঘাত করে।
পুলিশ জানিয়েছে, ওই আবাসিক ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলা থেকে দুটি গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ফ্ল্যাটের মালিক একজন লেখক-পরিচালক এবং অন্যটি একজন মডেলের কাছ থেকে বলে জানা গেছে। ঘটনায় কেউ আহত না হলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
মুম্বাই পুলিশ আরও জানায়, শনিবার কেআরকে-কে আদালতে তোলা হয়। এরপর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাঁর পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। বর্তমানে তদন্ত চলছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন

