সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

জোটে নতুন ২ দল, জামায়াত-এনসিপির কোনো প্রার্থী পরিবর্তন হবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি, নাগরিক ঐক যোগদানের কথা চলছে। এই দুই দল জামায়াত জোটে যোগদান করলে ২ আসন তাদের ছাড়তে হতে পারে। সেই দুটি আসন জামায়াত কিংবা এনসিপিকে ছাড়তে হবে।

গতকাল শনিবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।

নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর জোটে নতুন দল যুক্ত হওয়ায় প্রশ্ন উঠেছে আসন বণ্টনে কি কোনো পরিবর্তন আসবে কিনা। নতুন যুক্ত হওয়া লেবার পার্টি ত্রয়োদশ নির্বাচনে জোটের পক্ষ থেকে কোনো আসন পাবে?

গতকাল সংবাদ সম্মেলনে এ টি এম মা’ছুম বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ১০ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করছি।

নির্বাচনে ১০ দলীয় জোটের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এরই মধ্যে তাদের নাম চূড়ান্ত হয়েছে এবং সারা দেশে আমাদের কেন্দ্রীয় নেতারাসহ সবাই নিজ নিজ আসনে প্রচারণায় কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন।’

অন্যদিকে জোটে যোগ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যাদের সঙ্গে লড়েছি, ৫ আগস্টের পর তাদের মধ্যে ফ্যাসিবাদের আচরণ দেখেছি। আমরা কোনো স্বার্থের কাছে মাথা নত করিনি। আর এমন সময়ে আমরা জোটে যোগ দিয়েছি, যখন আমাদের আসন দেওয়ার সুযোগ নেই।

নির্বাচনে প্রার্থী প্রত্যাহারের সময় শেষ। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষ থেকে লেবার পার্টি কোনো আসনে নির্বাচন করতে পারছে না।

দীর্ঘ দুই দশকের রাজনৈতিক পথচলার পর বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে এবার এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ লেবার পার্টি। দলটি থেকে ১৫ জন প্রার্থী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা সবাই মিলে একাত্ম হয়ে আগামী নির্বাচনে ভূমিকা পালন করব। সঙ্গে ইনসাফভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলার লক্ষ্যে সামনেও কাজ করবে ১১ দল।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X