সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম
মালদ্বীপকে হারয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতল বাংলাদেশ।
expand
মালদ্বীপকে হারয়ে সাফ উইমেন’স ফুটসালের প্রথম শিরোপা জিতল বাংলাদেশ।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সাফ উইমেন’স ফুটসালে মালদ্বীপকে বড় ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে লাল-সবুজের মেয়েরা।

রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১৪-২ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।

ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়লেও খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের দল।

এই জয়ের ফলে ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো, তবে কোনো হিসাব-নিকাশে না গিয়ে দাপুটে জয় দিয়েই ট্রফি নিজেদের করে নেয় দলটি।

এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বড় জয় বাংলাদেশের শিরোপা জয়ের পথ অনেকটাই সুগম করে দেয়। ওই ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চারটি গোল করেন। নুসরাত জাহান করেন জোড়া গোল এবং কৃষ্ণা রানী সরকারও গোলের খাতায় নাম লেখান।

প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচে পূর্ণ আধিপত্য বিস্তার করে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টজুড়েই আক্রমণাত্মক ও সংগঠিত খেলায় নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে সাইদ খোদরহমির শিষ্যরা। মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচের আগেও আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল দলটি।

প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র হলেও পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করে তোলে।

বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে জয়ের পর সাত দলের টেবিলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসে বাংলাদেশ, যা শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে তাদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়।

ফুটসালের নতুন এই ফরম্যাটে এমন সাফল্য এসেছে এমন এক সময়ে, যখন বাংলাদেশের নারী ফুটবল দল ইতোমধ্যেই সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে। ফলে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আরও দৃঢ় হলো।

পুরো আসরে অধিনায়ক সাবিনা খাতুনের অসাধারণ নেতৃত্ব, গোল করার দক্ষতা ও মাঠের ভেতরের নিয়ন্ত্রণ বাংলাদেশের এই ঐতিহাসিক সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

অপরাজিত থেকে প্রথমবারের মতো সাফ উইমেন’স ফুটসাল জেতা দেশের নারী ক্রীড়াঙ্গনে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X