সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বিএনপির সমাবেশে কিশোরের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চট্টগ্রামে বিএনপির সমাবেশের মিছিলের ভিডিও ধারণ করার সময় হঠাৎ সাইদুল ইসলাম চিশতী নামে নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সমাবেশে আরও দুইজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার ( ২৫ জানুয়াির) দুপুরে নগরের কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী নগরের এনায়েত বাজার এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা বাবু যুবদলের সাবেক কর্মী, নগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। বর্তমানে কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলের ভিডিও ধারণ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাইদুল ইসলাম। পরে তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গণমাধ্যমেক জানান, রেডিসন থেকে মিছিল যাওয়ার সময় হল ২৪ কনভেনশনের সামনে ভিডিও করছিল চিশতী। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কয়েকজন মিলে তাকে ন্যাশনাল হসপিটালে নিয়ে যায়।

এদিকে সমাবেশস্থলে ভিড়ের চাপে আরও দুইজন অসুস্থ হন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা আব্দুস মাবুদ চেরাংগের বাড়ির করিমের ছেলে রাকিব (২৫)। অচেতন অবস্থায় উদ্ধার আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টার দিকে পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে অতিরিক্ত ভিড়ের চাপে দু’জন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X