শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রদল সভাপতির বক্তব্যের প্রতিবাদ রাকসু নির্বাচন কমিশনের

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কমিশনের সব সদস্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতির একটি বক্তব্য বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে তিনি দাবী করেন যে, 'নির্বাচন কমিশনার একটি সংগঠনের হামলা ঠেকানোর জন্য ছাত্রদলকে ডেকেছেন...', আমরা নির্বাচন কমিশনারগণ দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি যে, আমরা কেউই তার সাথে যোগাযোগ করিনি।

উক্ত বক্তব্য একান্তই তার নিজের। এ বক্তব্যের সাথে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নেই। এমতাবস্থায় রাকসু নির্বাচন কমিশন অফিসে সন্ত্রাসী হামলার যে গুজব ছড়ানো হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট সকলকে ধৈর্য্য, পরমত সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।

আমরা নির্বাচন কমিশনারগণ রাকসু নির্বাচন কমিশন অফিসে নিরাপদে আছি। রাকসু নির্বাচন প্রসঙ্গে গৃহীত সিদ্ধান্ত সরাসরি শিক্ষার্থী কিংবা মিডিয়ার সামনে উপস্থিত হয়ে ঘোষণা করার প্রয়োজন না থাকায় কোনো সংগঠন বা কোনো শিক্ষার্থী নির্বাচন কমিশনের কোনো সদস্যদের সাথে কথা বলার সুযোগ পায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন