রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে হবে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন সাদিক কায়েম
expand
বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। এ লক্ষ্যেই দেশব্যাপী ব্যাপক ক্যাম্পেইন চালানো হবে। ডাকসুর পক্ষ থেকে খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন শুরু করা হবে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ ওসমান হাদী হল অডিটোরিয়ামে ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান—এই সংস্কারের পথে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। অতীতে সংস্কারের পথে বাধা দেওয়ার কারণেই অনেক দল নিজেরাই জুলুমের শিকার হয়েছে। সাময়িক ভুলের জন্য আবার যেন সেই পথে না হাঁটে। জুলাইয়ে শহীদরা জীবন দিয়েছেন রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার জন্য। প্রায় ৪০ হাজার ভাই-বোন তাদের অঙ্গ হারিয়েছেন। এই ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

তিনি বলেন, গণভোটের মাধ্যমে আগামী ৫০ বছরের বাংলাদেশের রাষ্ট্র কেমন হবে, তা নির্ধারিত হবে। তাই সবাইকে কর্মসূচিভিত্তিক ক্যাম্পেইনে যুক্ত হতে হবে। আমরা দেখছি, কিছু রাজনৈতিক দল ‘না’ ভোট দেওয়ার পক্ষে ক্যাম্পেইন করছে—এটা তাদের নিজেদেরই ক্ষতি। এই সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়াবেন না। ঐক্যবদ্ধভাবে গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে হবে এবং একটি জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে।

ডাকসু ভিপি বলেন, প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে। যারা মাসল পলিটিক্স করে, পুরোনো ধাঁচের রাজনীতি, মাফিয়াতন্ত্র বা চাঁদাবাজির রাজনীতি ফিরিয়ে আনতে চায়—তারা যে দলেই হোক, তাদের লাল কার্ড দেখাতে হবে। প্রার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, সংস্কৃতি, ক্যাম্পাস ও তরুণদের ক্ষমতায়ন বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে।

তিনি আরও বলেন, দেশের চার কোটি তরুণ এখনও ভোট দিতে পারেনি। তরুণরা যেদিকে যাবে, বিজয় সেদিকেই হবে। তাই তরুণদের অবজ্ঞা করা বা তাদের বিরুদ্ধে কথা বলা মানেই নিজের ক্ষতি ডেকে আনা। রাজনৈতিক দলগুলোর উচিত তরুণদের সামনে রাষ্ট্র ও দেশ নিয়ে তাদের ভাবনা পরিষ্কারভাবে তুলে ধরা।

সাদিক কায়েম বলেন, ক্যাম্পাসে আমরা আর লেজুড়বৃত্তিক রাজনীতি, ছাত্রলীগ-স্টাইলের দখলদারিত্ব বা ফ্যাসিবাদী আমলের সংস্কৃতি মেনে নেব না। বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে শিক্ষক নিয়োগের মাধ্যমে মেধা ধ্বংস করা হয়েছে, সেটাও আর হতে দেওয়া যাবে না। ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় যারা প্রতিশ্রুতি দেবে, ছাত্ররা তাদের পক্ষেই থাকবে।

তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে বলেন, এসব নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ও তথাকথিত বুদ্ধিজীবী এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন, যা জাতির জন্য লজ্জাজনক। জুলাই বিপ্লব তরুণরাই ঘটিয়েছে। তাই ২০২৬ সালের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে। এখানে কোনো ইঞ্জিনিয়ারিং বা কারচুপি চলবে না। এই নির্বাচন সুষ্ঠু না হলে বাংলাদেশ আবার পথ হারাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X