রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা বিশ্ববিদ্যালয়

হল ছাড়ছেন শিক্ষার্থীরা, পরিদর্শনে বিশেষজ্ঞরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
expand
হল ছাড়ছেন শিক্ষার্থীরা, পরিদর্শনে বিশেষজ্ঞরা

ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ১৫ দিনের ছুটি ঘোষণা করার পর হল ছাড়ছেন অধিকাংশ শিক্ষার্থী।

রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা যায়। তবে কিছু শিক্ষার্থী হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে, শনিবার রাতে ভূমিকম্প আতঙ্কে প্রথমে একদিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে, শিক্ষার্থীদের দাবির মুখে সেটাকে বাড়িয়ে ১৫ দিন করা হয়। এছাড়াও, রবিবার বিকেল ৫টার মধ্যে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়।

তবে হল ছাড়ার নির্দেশে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। যেসব শিক্ষার্থী চাকরি কিংবা টিউশন করাচ্ছেন তারা হল ছাড়তে চাচ্ছেন না। তবে ১ম বর্ষ ও ২য় বর্ষের অধিকাংশ শিক্ষার্থীই হল ছেড়েছেন বলে জানা গেছে।

নির্দেশনা আসার পরও কেন হলে থাকছেন জানতে চাইলে কবি জসিমউদদীন হলের আবাসিক শিক্ষার্থী শাকিল ইসলাম বলেন, “আমার আগামী মাসে বেশ কয়েকটি চাকরির পরীক্ষা আছে। এখন হল ছাড়লে আমি কীভাবে প্রস্তুতি নেব? আমার তো ঢাকায় কেউ নেই।”

১ম বর্ষের এক শিক্ষার্থী বলেন, “টানা ভূমিকম্পে একটা ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের অধিকাংশ হলই ঝুঁকিপূর্ণ। এজন্য সবসময় মনের মধ্যে একটা ভয় কাজ করে। বাড়িতে মা-বাবা সবসময় চিন্তায় থাকে। এজন্য হল ছাড়ার নির্দেশে বাড়িতে চলে যাচ্ছি।”

এদিকে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিরীক্ষণ ও মূল্যায়নের জন্য বুয়েটের একজন বিশেষজ্ঞ সদস্যের সমন্বয়ে প্রকৌশল দলের হাজী মুহম্মদ মুহসীন হলসহ বিভিন্ন হলের পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন কার্যক্রম শুরু হয়েছে।

বুয়েটের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদের নেতৃত্বে রবিবার সকালে হাজী মুহম্মদ মুহসীন হল এবং দুপুরে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল পরিদর্শন করে। জানা গেছে, পর্যায়ক্রমে অন্যান্য হলও পরিদর্শন করা হবে।

এছাড়া, সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সংস্কার কাজ চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন