বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
expand
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নির্ধারিত সময় অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে আসছে ২৩ নভেম্বর সকাল ১০টায় এবং শেষ হবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কে আবেদন করতে পারবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২২ সাল থেকে পরবর্তী বছরের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষার সময়সূচি

আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (সরকারি ছুটি বাদে) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে প্রাথমিক সময় নির্ধারণ করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিকে বিস্তারিত তারিখ, বিল্ডিং, কক্ষ নম্বরসহ পূর্ণ সিট–প্ল্যান প্রকাশ করা হবে।

আবেদন ফি

বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ফি নির্ধারণ করা হয়েছে এভাবে—

‘এ’ ইউনিট, ‘বি’ ইউনিট, ‘সি’ ইউনিট, ‘ডি’ ইউনিট — প্রতিটিতে ৮০০ টাকা

‘ই’ ইউনিট — ৭০০ টাকা

‘সি১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা) — ৬০০ টাকা

আইবিএ–জেইউ — ৬০০ টাকা

ন্যূনতম যোগ্যতা (এসএসসি–এইচএসসি ভিত্তিক)

ভিন্ন ভিন্ন ইউনিটে আবেদন করতে প্রয়োজনীয় মোট জিপিএ ও পৃথক জিপিএ নিম্নরূপ—

এ’ ইউনিট: মোট জিপিএ ৮.৫০ (পৃথকভাবে ন্যূনতম ৪.০০)

‘বি’ ইউনিট: বিজ্ঞান: মোট ৮.৫০ (পৃথক ন্যূনতম ৩.৫০), মানবিক/ব্যবসায় শিক্ষা: মোট ৭.৫০ (পৃথক ন্যূনতম ৩.৫০)।

‘সি১’ ইউনিট: মোট ৭.৫০ (পৃথক ন্যূনতম ৩.৫০)

‘ডি’ ইউনিট: মোট ৯.০০ (পৃথক ন্যূনতম ৪.০০)

ই’ ইউনিট: মোট ৮.০০ (এসএসসি ৪.০০, এইচএসসি ৩.৫০)

আইবিএ–জেইউ: বিজ্ঞান: মোট ৮.০০ (পৃথক ন্যূনতম ৩.৭৫)

মানবিক/ব্যবসায় শিক্ষা: মোট ৭.৫০ (পৃথক ন্যূনতম ৩.৫

ও-লেভেল/এ-লেভেল শিক্ষার্থীদের যোগ্যতা

২০২০ সাল থেকে ও-লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে এবং ২০২৪ বা ২০২৫ সালের এ-লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে পাশ করতে হবে। মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম গ্রেড ৪ বা সমমান এবং বাকি তিনটিতে গ্রেড ৩ বা সমমান থাকতে হবে।

ইউনিটভেদে প্রয়োজনীয় বিষয়ভিত্তিক গ্রেড

‘এ’ ইউনিট: পদার্থ, রসায়ন, গণিতে পৃথকভাবে গ্রেড ৪ বি’ ইউনিট: ইংরেজিতে গ্রেড ৪‘ সি’ ইউনিট: ইংরেজিতে গ্রেড ৪ ডি’ ইউনিট: পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান—প্রত্যেকটিতে গ্রেড ৪

পরীক্ষা পদ্ধতি ও মানবণ্টন

সব ইউনিটেই ৫৫ মিনিটের এমসিকিউ পরীক্ষায় ৮০ নম্বর থাকবে। ওএমআর পদ্ধতিতে মূল্যায়ন হবে, এবং প্রতিটি ভুল উত্তরে ০.২০ নম্বর কাটা যাবে। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৬ (অর্থাৎ ৪৫%)।

প্রতিবন্ধী পরীক্ষার্থীদের বিশেষ সুবিধার প্রয়োজন হলে আগেভাগে ইউনিট প্রধানের কাছে আবেদন করতে হবে। শ্রুতিলেখকের সর্বোচ্চ যোগ্যতা এসএসসি বা সমমান হতে পারবে।

বিভাগীয় শহরে পরীক্ষা নয়

এ বছরও বিভাগীয় শহরগুলোর বাইরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন,“সময়ের সীমাবদ্ধতা এবং সামনের জাতীয় নির্বাচন বিবেচনায় এ বছর ক্যাম্পাসেই ভর্তি পরীক্ষা নেওয়া ছাড়া উপায় ছিল না।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন