রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির ওপর সন্ত্রাসী হামলায় জবি হিউম্যান রাইটস সোসাইটির গভীর উদ্বেগ

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পিএম
জবি হিউম্যান রাইটস সোসাইটির লোগো
expand
জবি হিউম্যান রাইটস সোসাইটির লোগো

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ, শোক ও তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে উসমান হাদী সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হন।

প্রকাশ্য দিবালোকে সংঘটিত এ ঘটনাকে মানবাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে সংগঠনটি।

শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক উম্মে হাবিবা সাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, উসমান হাদি জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম যোদ্ধা। গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ও দৃঢ় ভূমিকা অনস্বীকার্য। জুলাই অভ্যুত্থানের যে চেতনা ভয়হীন মতপ্রকাশ, নাগরিক অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহির দাবি তা জীবিত রাখতে তিনি ছিলেন সামনের সারির একজন কণ্ঠস্বর।

এমন একজন রাজনৈতিক ও সামাজিক কর্মীর ওপর প্রকাশ্যে হত্যাচেষ্টা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতার ইঙ্গিত বহন করে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক অংশগ্রহণ ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার। সহিংসতার মাধ্যমে এসব অধিকার দমন করার চেষ্টা কেবল একজন ব্যক্তিকে লক্ষ্য করে নয়; বরং একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে। সংগঠনটির মতে, এ ধরনের হামলা জুলাই অভ্যুত্থানের অর্জনকে নস্যাৎ করার একটি অপচেষ্টা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী ও নেপথ্য পরিকল্পনাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

পাশাপাশি ভবিষ্যতে রাজনৈতিক সহিংসতা রোধে রাজধানীসহ সারাদেশে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানানো হয়।

এদিকে সংগঠনটি আহত উসমান হাদীর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসমাজ এ ঘটনার বিষয়ে সচেতন, সংবেদনশীল এবং মানবাধিকারের প্রশ্নে অবিচল। রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে জনগণ জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই প্রশ্ন তুলতে বাধ্য হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X