

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ডাকসু ভবনের সামনে থেকে এ বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে এটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীদের তুমি কে, আমি কে–হাদী, হাদী, হাদীর ওপর হামলা কেন—ইন্টেরিম জবাব চাই সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, ওসমান হাদী ভাইয়ের যে সংগ্রাম, সেটা আমাদের সংগ্রাম। এটা জুলাই যোদ্ধাদের সংগ্রাম। তার ওপর হামলা মানে জুলাইয়ের ওপর হামলা।
তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে যারা এ ন্যাক্কারজনক ঘটনার নির্দেশদাতা, তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় ছাত্রজনতা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে।
ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন খান বলেন, হাদীর ওপর এই হামলা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। তারা এখনো জুলাইয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে পারেনি। আওয়ামী সন্ত্রাসীদের এখনো নিরস্ত্র করতে পারেনি। এজন্য দেশে একের পর এক আইনশৃঙ্খলার অবনতি ঘটছে।
ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার। তার ওপর হামলার ঘটনা প্রমাণ করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে।
ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ বলেন, হাদী ভাইকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার ওপর গুলি চালানো হয়েছে। আমরা ইতোমধ্যেই হামলার সময়কার কিছু তথ্য উপাত্ত প্রশাসনকে সরবরাহ করেছি।
তিনি আরও বলেন, এ হামলার গভীরে কি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কোন ষড়যন্ত্র নাকি কোন রাজনৈতিক দলের হাত রয়েছে সেটা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।
মন্তব্য করুন
