

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিবাদ মিছিল করেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল পাঁচটায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জাতীয় শহীদ মিনার সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে পরবর্তীতে আবার ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার এক দিনের মাথায় ওসমান হাদীর হামলার ঘটনা নির্বাচন বাতিলের ষড়যন্ত্র। হাদী জুলাইয়ের একজন সক্রিয় কর্মী। তার ওপর হামলার ঘটনা ইন্টেরিমের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরা ইন্টেরিমকে আহ্বান করবো অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসুন। দেশকে একটা গোষ্ঠী অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। আপনারা তাদের প্রতিহত করুন।
এক প্রশ্নের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ঢামেক চত্বরে একটা নির্দিষ্ট গোষ্ঠী মব করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে উত্তেজনামূলক স্লোগান দিয়েছে। তারা এ ঘটনাকে নিয়েও রাজনীতি করতে চায়।
মন্তব্য করুন
