

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা কলেজ ইউনিটের ২০২৬ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা কলেজের ২০২১-২২ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক হিসেবে একই সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান শাওন মনোনীত হয়েছেন।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী এক বছর সংগঠনটির রক্তদান কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি, ক্যাম্পেইন ও মানবিক কর্মকাণ্ড আরও গতিশীল রাখবে।
নতুন কমিটির জোনাল প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহেরুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে সাইদুর রহমান ও মুনেম শাহরিয়ার ফেরদৌস, সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো. সোহাগ রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফয়সাল ও সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াল সাহা।
এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক মো. মেহেদি হাসান রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহাগ হোসেন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মারুফ হাসান লিয়ন, নির্বাহী সদস্য মোহাম্মদ সজিব মিয়া, মো. নাইম মিয়া জীবন, মো. নাজিউর রহমান, আশিকুর রহমান এবং মো. মোস্তাইম বিল্লাহ্।
নব-নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ দ্যা ঢাকা ডায়েরিকে বলেন, "সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সত্যিই গভীরভাবে কৃতজ্ঞ, গর্বিত এবং অনুপ্রাণিত। এই দায়িত্ব আমার কাছে শুধু একটি পদ নয়, বরং মানবতার সেবায় নিজেকে আরও বড় পরিসরে উৎসর্গ করার সুযোগ। শুরু থেকেই বাঁধনের মূল শক্তি ছিল আমাদের মানবিকতা, দায়িত্ববোধ এবং রক্তদানের মত মহৎ কাজকে সাধারণ মানুষের কাছে সহজ করে তোলার অদম্য আন্তরিকতা। আজ আমি এই দায়িত্ব গ্রহণ করছি আমাদের পূর্বসূরিদের ত্যাগ, পরিশ্রম ও নৈতিকতার উত্তরাধিকার হিসেবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞ, যারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন।"
তিনি আরও বলেন, "বেশকিছু কাজ করার প্ল্যানিং রয়েছে। যেমন- স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং বিগত বছরের থেকে বেশি রক্ত সংগ্রহ করা, ক্যাম্পাসভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি, ডিজিটাল সাপোর্ট ও যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন, সংগঠনের ভেতরে টিমওয়ার্ক ও নেতৃত্ব বিকাশ সামাজিক উদ্যোগ ও মানবিক সহায়তা কার্যক্রম বৃদ্ধি এবং বিশেষ দিবসগুলোতে রক্তদানের পাশাপাশি অন্যান্য সামাজিক সেবা কর্মসূচি নেওয়া।"
উল্লেখ্য, 'একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন'–এই স্লোগানকে সামনে রেখে ১৯৯৭ সালের ২৪ অক্টোবর বাঁধন স্বেচ্ছায় রক্তদাতাদের জন্য একটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর ২০০১ সালের ১৮ জুন বাঁধন ঢাকা কলেজ ইউনিটে পথচলা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিত করা, রোগী ও পরিবারের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ইউনিটটি অবদান রেখে আসছে।
মন্তব্য করুন
