শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ২৫১ প্রার্থী

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট মনোনয়ন নিয়েছেন ২৫১ প্রার্থী। তিন দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন নিয়েছেন মোট ১৪৫ জন। যাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ১৫ জন। অন্যদিকে হল সংসদে মনোনয়ন নিয়েছেন মোট ১০৬ জন। এতে ৩৪জন নারী প্রার্থী রয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদে (শাকসু) ৬১জন ও হল সংসদে ৪১ জনসহ মোট ১০২ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

হল অনুযায়ী, শাহপরান হলে ২৫ জন,বিজয় চব্বিশ হলে ২১ জন, সৈয়দ মুজতবা আলী হলে ২৬ জন, আয়েশা সিদ্দিকা হলে ১২ জন, সৈয়দা সিরাজুন্নেসা চৌধুরী হল ১২ জন, ফাতেমাতুজ জাহরা হল ১০জন মনোনয়ন সংগ্রহ করেন।

এদিকে মনোনয়ন বিতরণ, গ্রহণ ও ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন সময়সূচি জানানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X