

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বেসরকারি স্কুল ও কলেজ আবারো এমপিওভুক্ত করার আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার।
আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন গ্রহণ শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
বুধবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তিনি সংবাদমাধ্যমকে জানান, ২০২৫ সালে জারিকৃত নতুন এমপিও নীতিমালার আলোকেই যোগ্য প্রতিষ্ঠানগুলো এই তালিকার অন্তর্ভুক্ত হবে। ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিত করতে শুধু অনলাইনেই এই আবেদন গ্রহণ করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নির্বাচিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা ভোগ করতে পারবে। আবেদনের জন্য নির্ধারিত শর্ত এবং নীতিমালার বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের প্রান্তিক পর্যায়ের হাজারো শিক্ষক-কর্মচারীর দীর্ঘদিনের বেতন-ভাতার অনিশ্চয়তা দূর হবে বলে আশা করা হচ্ছে।
সম্পূর্ণ গণবিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।
মন্তব্য করুন

