

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি।
অভিযানে কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য রিয়াজ ও জাল টাকার কারবারি জীবন আহমেদ পলাশসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বার্তায় এই তথ্য জানান ডিএমপি’র উপপুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি সামুরাই চাপাতি, নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- রিয়াজ (২৩), জীবন আহম্মেদ পলাশ (৪৫), শাহীন (২৫), হৃদয় (২২), পাপ্পু (২৮), হাবিব (১৯), অনিক (৩৬), হাবিব (২১), নান্নু (৫০), শুভ (২৪), ইউসুফ (৩৪), ইকবাল (৩২), রুবেল (২০), নাদিম (২১), জামাল (৩৪) এবং জুয়েল সর্দার (২৮)।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছে জানিয়ে ডিএমপি বলছে, সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
