রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কৃষি কর্মকর্তাকে থাপ্পড়, ছাত্রদল নেতা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
তখন ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে
expand
তখন ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে

শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তাকে থাপ্পড় মারার ঘটনায় প্রধান আসামি ও সাবেক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে নকলা থানার ওসি মো. ফিরোজ হোসেন।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি বলেন, প্রধান আসামি রাহাত হাসান কাইয়ুমকে গ্রেপ্তারের পরে রিমান্ডের আবেদনসহ তাকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

নকলা পৌরসভার ধুকুরিয়া গ্রামের বাসিন্দা কাইয়ুম উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে মারধরের ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

এর আগে ১২ নভেম্বর এই মামলায় কাইয়ুমের সহযোগী ছাত্রদল কর্মী ফজলুকেও গ্রেপ্তার করে পুলিশ।

৫ নভেম্বর অবৈধভাবে সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম (৩৫) ও তার সহযোগী ফজলুর (৩২) মারধর করেন বলে অভিযোগ ওঠে।

পরে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ওই দিন রাতেই ছাত্রদলের দুজনের বিরুদ্ধে মামলা করেন শাহরিয়ার মোরসালিন মেহেদী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X