

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার হওয়া দ্রব্যের মধ্যে রয়েছে ছয়টি পেট্রোল বোমা ও চারটি ককটেল।
র্যাব-২ এর পক্ষ থেকে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ধ্যা ৬টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বুদ্ধিজীবী কবরস্থানের পাশে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা ও ককটেল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৩ নভেম্বর ঘোষিত নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের লকডাউন কর্মসূচিকে ঘিরে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব বিস্ফোরক মজুত করা হয়েছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত বোমা ও ককটেল নিস্ক্রিয় করার জন্য র্যাব সদর দফতরের বোম ডিসপোজাল ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।
মন্তব্য করুন
