রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

 রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিভিন্ন অপরাধে জড়িত মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ।

এদের মধ্যে মিরপুর মডেল থানায় ২৭ জন, শেরেবাংলা নগর থানা ১০ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১১ জন রয়েছে।

বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। এসময় একাধিক মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিএমপি আরও জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X