রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আটকে পড়া ৪২ জন উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০৪ এএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী।

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব আগানগর দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ার নামের ১০ তলা একটি ভবনে আগুনের ঘটনায় ৪২ জনকে উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষায় সেথানে সেনা-বিজিবি মোতায়েন করা হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে প্রেস ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভবনের বেজমেন্ট থেকে আগুনের সুত্রপাত। যেখানে জুটের গোডাউন রয়েছে। ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখনো যারা ভেতরে আটকা রয়েছেন তাদেরও উদ্ধার করা হচ্ছে।

ভোর ৫টায় ভবনের নিচ তলায় জুট কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ভবনের বাসিন্দারা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X