

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সরকারি আদেশ অমান্য করে সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত চার কর্মচারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ায় কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবিরসহ চারজনকে আটক করা হয়।
এর আগে গতকাল ভাতার দাবিতে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় অর্থমন্ত্রণালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশি হেফাজতে নেওয়া কর্মচারীদের মধ্যে রয়েছেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বাদিউল কবীর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সহ-সভাপতি শাহিন গোলাম রাব্বানী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজামুদ্দিন এবং অজ্ঞাত আরেকজন।
আটকের বিষয়ে ডিপ্লোমেটিক জোনের যুগ্ম কমিশনার শামিনুর রহমান বলেন, নিয়মের ব্যত্যয় ঘটায় আমরা তাদের পুলিশ হেফাজতে নিয়েছি। আমাদের কাছে ভিডিও ফুটেজ, তথ্য আছে, যাচাই বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
সচিবালয়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাসচিবালয়ে সতর্ক অবস্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সামনে কিছু লোকজনের আনাগোনা দেখে আইনশৃঙ্খলার বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
উল্লেখ, সচিবালয়ে কর্মরত সব কর্মচারীদের জন্য ২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে তারা আন্দোলন করছেন।
মন্তব্য করুন

