রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বীকন ফার্মার স্বপ্নদ্রষ্টা এবাদুল করিম আর নেই 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
মো. এবাদুল করিম
expand
মো. এবাদুল করিম

দেশের ওষুধ, আবাসন এবং রাসায়নিক শিল্পের অন্যতম সফল উদ্যোক্তা মো. এবাদুল করিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে দেশের শিল্প-বাণিজ্য জগতে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং দেশের অন্যতম বৃহৎ সাবান ও প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যালস কো. (বিডি) লিমিটেড-এর পরিচালক।

পারিবারিক সূত্র অনুযায়ী, আজ সকাল ৯টায় তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্নাতক ডিগ্রি সম্পন্ন করার পরই মো. এবাদুল করিম অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ব্যবসায়িক অঙ্গনে প্রবেশ করেন।

তার উদ্যোক্তা দক্ষতা, সুদৃঢ় ব্যবস্থাপনা এবং দূরদর্শী অভিজ্ঞতার ফলস্বরূপ তিনি একাধিক প্রতিষ্ঠানকে সফলতার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X