

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা চতুর্থ দফায় দাম বাড়িয়ে এবার ভরিতে ৩ হাজার ৪৪ টাকা যোগ হয়েছে।
এর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দর কার্যকর হবে। এর আগে ১ সেপ্টেম্বর স্বর্ণের ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।
নতুন নির্ধারিত দরে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। সনাতন পদ্ধতিতে এক ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৯ বার স্বর্ণের দর সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৩ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমেছে। অন্যদিকে গত বছর ৬২ বার সমন্বয়ের মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল আর ২৭ বার কমানো হয়েছিল।
মন্তব্য করুন
