বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এখন দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১০:০২ পিএম
বৈদেশিক মুদ্রার রিজার্ভ
expand
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সম্প্রতি ইতিবাচক বৃদ্ধি দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ অক্টোবর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ৩২.১১ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রবাসী আয় বা রেমিট্যান্সে উত্থান এবং কেন্দ্রীয় ব্যাংকের নিলামের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কেনার কারণে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশের রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারের ওপরে রয়েছে।

গত ৯ অক্টোবর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩১.৯৪ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী, একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ২৭.১২ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ২১২.৬০ কোটি ডলার কিনেছে। নিলাম পদ্ধতি ১৩ জুলাই থেকে শুরু হয়।

প্রবাসী আয়েও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। চলতি অর্থবছরের শুরু থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ৯১৫.৯০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে ৮০৬.৬০ কোটি ডলারের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন