

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বহুজাতিক কোম্পানি বাটা শু বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ফারিয়া ইয়াসমিন। কোম্পানির ৬৩ বছরের ইতিহাসে এটি প্রথমবারের মতো কোনো নারীকে শীর্ষ পদে দায়িত্ব দেওয়া হচ্ছে। এছাড়া, স্বাধীনতার পর প্রথম বাংলাদেশি হিসেবেও তিনি এই পদে যোগ দিচ্ছেন।
সম্প্রতি বাটা শু বাংলাদেশ শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী মাসে ফারিয়া ইয়াসমিন বর্তমান এমডি দেবব্রত মুখার্জির স্থলাভিষিক্ত হবেন। দেবব্রত ২০ নভেম্বর কোম্পানি ছাড়ার পর ভারতের একটি বহুজাতিক কোম্পানিতে এমডি হিসেবে যোগ দেবেন।
বাটা শু বাংলাদেশের শীর্ষ সূত্র জানিয়েছে, ফারিয়ার ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ব্র্যান্ড মার্কেটিং, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং ব্যবসা পরিচালনায়। এমডি হওয়ার আগে তিনি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই-তে প্রধান ব্যবসায় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি রেকিট বেনকিজার, ম্যারিকো ও নেসলের মতো বহুজাতিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
স্বাধীনতার আগে একটি বাংলাদেশি বাটা শুর শীর্ষ পদে দায়িত্ব পালন করেছিলেন, তবে তখন সেটি এমডি পদবিতে ছিল না।
বাটা শু বাংলাদেশ ১৯৬২ সালে কার্যক্রম শুরু করে এবং ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে কোম্পানির টঙ্গী ও ধামরাইয়ে দুটি কারখানা রয়েছে, যেগুলো দৈনিক প্রায় ১ লাখ ৬০ হাজার জোড়া জুতা উৎপাদন করতে সক্ষম। প্রতিষ্ঠানটি বছরে প্রায় তিন কোটি জোড়া জুতা বিক্রি করে।
চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বাটা শু ৫১৭ কোটি টাকার ব্যবসা করেছে এবং ২৭ কোটি টাকার বেশি মুনাফা অর্জন করেছে। ২০২৪ সালের শেষে কোম্পানির শেয়ারহোল্ডিং ছিল-৭০% বিদেশি উদ্যোক্তা, ১৯.৪৭% প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৯.২৩% সাধারণ বিনিয়োগকারী এবং ১.৩০% বিদেশি বিনিয়োগকারী।
মন্তব্য করুন
