বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ০৫:০২ পিএম
৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা
expand
৫ ব্যাংক একীভূতকরণে ক্ষতির গুজব নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সতর্কতা

দেশের পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়ে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমন গুজবকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মহল বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

বিবৃতিতে বলা হয়, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়বেন’ এমন তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। সরকার এখন পর্যন্ত এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যা বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী। ব্যাংক একীভূত করার যে প্রক্রিয়া চলছে, তাতে বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

এছাড়া বিবৃতিতে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা গুজবে কান না দেন এবং শুধুমাত্র সরকারি সূত্রের তথ্যের ওপর নির্ভর করেন।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য দেশের ব্যাংকিং খাত ও আর্থিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর। তাই সবাইকে সচেতন থাকার অনুরোধ জানানো হচ্ছে, উল্লেখ করা হয় সরকারি বিজ্ঞপ্তিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন