

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ব্যাংক রোববার জানিয়েছে, আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন ডলার ক্রয় করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপটি ডলারের বাজারকে ঊর্ধ্বমুখী করার কৌশলগত উদ্যোগ হিসেবে বাস্তবায়ন করছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নিলামের মাধ্যমে ডলারের বিনিময় হার ছিল ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকা।
এর আগে ১ জুলাই থেকে ২০২৫-২৬ অর্থবছরে নিলামের মাধ্যমে মোট ১,৯৮১ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এই নিলাম প্রক্রিয়ার মাধ্যমে বাজারে ডলারের সরবরাহ নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে।
মন্তব্য করুন
