

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজারে স্থানীয় ও আন্তর্জাতিক বড় প্রতিষ্ঠানগুলোকে আনতে আইনি বাধ্যবাধকতা তৈরি করতে উদ্যোগ নিয়েছে।
এর অংশ হিসেবে জনস্বার্থ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তালিকাভুক্ত করার জন্য বিদ্যমান আইন কাঠামো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত বিএসইসির ৯৭১তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে হয়। সভা শেষে জানানো হয়, চলতি বছরের ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দেওয়া নির্দেশনার আলোকে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসইসি মনে করছে, আইনগত বাধ্যবাধকতা না থাকলে বড় কোম্পানিগুলো সহজে পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখাবে না। অনেক দেশেই আইনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা হয়। তাই এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা শেষে প্রয়োজনীয় কাঠামো প্রণয়ন করা হবে।
জনস্বার্থ সংস্থার সংজ্ঞা
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট (এফআরএ) অনুযায়ী জনস্বার্থ সংস্থা বলতে বোঝানো হয়েছে—ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান,বিএসইসির কাছে প্রতিবেদন দাখিলকারী প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ সংস্থা,
এমন প্রতিষ্ঠান যাদের বার্ষিক রাজস্ব, সম্পদ বা দায় এফআরসি নির্ধারিত সীমা অতিক্রম করেছে, কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান।
এফআরসি’র প্রজ্ঞাপন
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) ইতোমধ্যেই জনস্বার্থ সংস্থা নির্ধারণের জন্য সুনির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে। এতে বলা হয়েছে, বার্ষিক রাজস্ব ৫০ কোটি টাকা, সম্পদ ৩০ কোটি টাকা এবং দায় ১০ কোটি টাকার মধ্যে যেকোনো দুটি শর্ত পূরণ করলেই প্রতিষ্ঠানটিকে জনস্বার্থ সংস্থা হিসেবে গণ্য করা হবে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
