রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্রিমিং বাজারে দাপট বাড়াতে ৭২ বিলিয়নে ওয়ার্নার ব্রাদার্স কিনছে নেটফ্লিক্স

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স ৭২ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির চলচ্চিত্র ও স্ট্রিমিং ব্যবসা অধিগ্রহণে সম্মত হয়েছে। দীর্ঘ টানাটানির পর কমকাস্ট ও প্যারামাউন্টকে পেছনে ফেলে সর্বোচ্চ দরদাতা হিসেবে উঠে আসে নেটফ্লিক্স। খবর—বিবিসি।

ওয়ার্নার ব্রাদার্সের মালিকানায় রয়েছে হ্যারি পটার, গেম অব থ্রোন্সসহ বহু বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি এবং এইচবিও ম্যাক্স প্ল্যাটফর্ম। বিশ্লেষকদের মতে, এ চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও মিডিয়া শিল্পে বড় ধরনের রদবদল ঘটবে। তবে প্রতিযোগিতা নিয়ন্ত্রকদের অনুমোদন পাওয়া নেটফ্লিক্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

নেটফ্লিক্সের সহ–প্রধান নির্বাহী টেড সারেনডস বলেন, ওয়ার্নার ব্রাদার্সের শত বছরের গল্প বলার দক্ষতা ও নেটফ্লিক্সের বৈশ্বিক পরিসর একত্র হলে দর্শকদের জন্য আরও সমৃদ্ধ কনটেন্ট অভিজ্ঞতা তৈরি হবে। তাঁর ভাষায়, “গত শতাব্দীতে বিনোদনকে সংজ্ঞায়িত করেছে ওয়ার্নার ব্রাদার্স; এবার আমরা একসঙ্গে আগামী শতাব্দী নির্মাণ করব।”

ওয়ার্নার ব্রাদার্সের প্রধান নির্বাহী ডেভিড জ্যাসলাভ বলেন, এ চুক্তি বিশ্বের দুই শীর্ষ কনটেন্ট নির্মাতাকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও বিশ্বমানের গল্প তৈরিতে সহায়তা করবে।

চুক্তি অনুযায়ী নেটফ্লিক্স প্রতি শেয়ারের জন্য ২৭.৭৫ ডলার পরিশোধ করবে, যা কোম্পানিটির মোট এন্টারপ্রাইজ ভ্যালুকে দাঁড় করাচ্ছে প্রায় ৮২.৭ বিলিয়ন ডলারে। দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ইতোমধ্যেই সর্বসম্মতভাবে অনুমোদন দিয়েছে।

অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে তখনই, যখন ওয়ার্নার ব্রাদার্স আগামী বছর তাদের স্ট্রিমিং–স্টুডিও বিভাগকে গ্লোবাল নেটওয়ার্ক ব্যবসা থেকে আলাদা করে দুটি স্বতন্ত্র পাবলিক কোম্পানি হিসেবে তালিকাভুক্ত করবে। গ্লোবাল নেটওয়ার্ক বিভাগে থাকবে সিএনএনসহ কেবল নেটওয়ার্ক, ইউরোপের ফ্রি–টু–এয়ার চ্যানেল, ক্রীড়া চ্যানেল ও অন্যান্য কেবল ব্র্যান্ড। বিভাজন শেষে নেটফ্লিক্স অধিগ্রহণ সম্পূর্ণ করবে।

ব্যাংক অব আমেরিকার সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, নেটফ্লিক্স যদি ওয়ার্নার ব্রাদার্স অধিগ্রহণ করতে সক্ষম হয়, তবে “স্ট্রিমিং যুদ্ধ কার্যত শেষ” হয়ে যাবে এবং নেটফ্লিক্সই হয়ে উঠবে বিশ্ববাজারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান।

শিল্পবিশেষজ্ঞদের মতে, এ চুক্তি বাস্তবায়িত হলে ডিজনি ও প্যারামাউন্টের মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোকে নতুন করে কৌশল সাজাতে হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X