

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি অনির্দিষ্টকালের জন্য সারাদেশে সব মোবাইল হ্যান্ডসেট বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কার ও সিন্ডিকেট প্রথা বাতিলসহ বিভিন্ন দাবিতে রোববার (৭ ডিসেম্বর) থেকে এই কর্মসূচি শুরু হবে। একই দিনে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ব্যবসায়ীদের প্রধান দাবি, এনইআইআর ব্যবস্থার সংস্কার। সিন্ডিকেট প্রথা বিলোপ। মোবাইল ফোন আমদানি উন্মুক্ত করা।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখো ব্যবসায়ী ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন নিয়মে একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে, আর অতিরিক্ত করের চাপ শেষ পর্যন্ত ভোক্তার ওপর গিয়ে পড়বে, যার ফলে মোবাইল ফোনের দাম বাড়বে।
এর আগে ৩০ নভেম্বর ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কারওয়ান বাজার–পান্থপথ এলাকায় মানববন্ধন করে প্রতিবাদ জানান।
উল্লেখ্য, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে অনিবন্ধিত, চুরি হওয়া বা অনুমোদনবিহীনভাবে আমদানি করা মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
মন্তব্য করুন

