রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে দুই মাদক সেবনকারীকে ছয় মাসের কারাদন্ড

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম
expand
পীরগঞ্জে দুই মাদক সেবনকারীকে ছয় মাসের কারাদন্ড

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাদক সেবন করার অপরাধে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই অপরাধে উভয়ের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

রবিবার বিকেলে উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, জগথা মহল্লার হাসেন আলীর ছেলে নুর হোসেন ও এন্তাজ আলীর ছেলে হোসেন।

জেলা মাদক অধিদপ্তর সাব ইন্সপেক্টর সাকিলার রহমান জানায়, একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ শহরের জগথা হঠাৎ পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নিষিদ্ধ নেশাজাতীয় ৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও গুঁড়ো মাদক পাওয়া যায়। তারা মাদক সেবনকারী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন