রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ধানের শীষের বাইরে কেউ এজেন্ট পাঠাতে পারবে না: বিএনপি নেতার হুঁশিয়ারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১১:৩৭ এএম
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন
expand
ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-মুজাহিদ স্বপন শনিবার (২২ নভেম্বর) ঘোষণা দিয়েছেন, বিএনপির মনোনীত প্রতীক ‘ধানের শীষ’-এর বাইরে কেউ নির্বাচন করলে তারা কোনো কেন্দ্রের এজেন্ট পাঠাতে পারবে না।

চাটমোহরে অনুষ্ঠিত এক গণমিছিল ও বালুচর খেলার মাঠে সংক্ষিপ্ত সমাবেশে স্বপন বলেন, “আমরা ধানের শীষের বাইরে কাউকে স্বীকৃতি দিই না। যদি কেউ এই সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার চেষ্টা করে, তাদের কোনো কেন্দ্রে এজেন্ট পাঠানো সম্ভব হবে না।”

এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দ্রুত ভাইরাল হয়েছে। এর প্রেক্ষিতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে।

পাবনা-৩ আসনে বিএনপি কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে মনোনয়ন দিয়েছে। স্থানীয় অংশের নেতারা তাকে ‘বহিরাগত’ হিসেবে উল্লেখ করে তাদের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে আন্দোলন চালাচ্ছেন।

এ অবস্থায় সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা একজন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

সমাবেশে কৃষিবিদ তুহিন ও অন্যান্য নেতারা বক্তব্য দেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক স্বপন বলেন, ‘আমার বক্তব্যের উদ্দেশ্য ছিল, বিএনপির সিদ্ধান্তের বাইরে কেউ যেন দলবিরোধী মনোভাব প্রকাশ না করে। আমরা চাই সবাই একসাথে থাকুক।’

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার মন্তব্য করেছেন, ‘স্বপন এ ধরনের কাঁচা রাজনীতিবিদ নন। সাংবাদিকরা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করেছেন। তিনি অন্য কিছু বোঝাতে চেয়েছিলেন।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন