

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা–৮ আসনের নির্বাচনে বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির সুজনের বিপরীতে লড়ছেন শরিফ ওসমান হাদি।
প্রচারণার অংশ হিসেবে তিনি জানিয়েছেন, তার এলাকার পাঁচ হাজার শিক্ষার্থীকে বিনা খরচে ইংরেজি শিখাবেন। হাদির এই প্রতিশ্রুতি যেমন আলোচনায় এসেছে, তেমনি বিতর্কও সৃষ্টি করেছে।
সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল এই বিষয়ে তীব্র সমালোচনা করে বলেন, ‘যে শিক্ষক নিজের ভাষা নিয়ন্ত্রণ করতেই জানে না, সে আবার কী শিক্ষা দেবে?’
তার অভিযোগ- নিজে শিষ্টাচার শেখেননি, অথচ এমপি হওয়ার স্বপ্ন দেখছেন।
তিনি আরও বলেন, দেশের সমস্যা এখানেই- যেখানে অশিক্ষিত আচরণই যোগ্যতা হিসেবে দাঁড়ায়, সেখানে ক্ষমতা চলে যায় অযোগ্য মানুষের হাতে। তার ভাষ্য অনুযায়ী, সংসদে বসে নীতি নির্ধারণ করবে এমন একজন ব্যক্তি, যে নিজের কথাবার্তাই সামলাতে পারে না।
নীলা ইসরাফিল আরও মন্তব্য করেন, ‘শিক্ষকের মতো সম্মানজনক জায়গায় দাঁড়িয়ে যদি কেউ গালিগালাজকে নিয়মে পরিণত করে, তাহলে তার রাজনীতির নোংরামির মাত্রা কেমন হবে, তা বুঝতে অতিরিক্ত হিসাবের দরকার নেই।’
মন্তব্য করুন
