রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তুলির বিরুদ্ধে বিক্ষোভ, এস এ খালেকের ছেলেকে বিএনপির শোকজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ১২:০৮ পিএম
সানজিদা ইসলাম তুলি ও এসএ সিদ্দিক সাজু
expand
সানজিদা ইসলাম তুলি ও এসএ সিদ্দিক সাজু

ঢাকা-১৪ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রার্থী করেছে ‘মায়ের ডাক’ সংগঠনের সানজিদা ইসলাম তুলিকে।

তবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য এস এ খালেকের ছেলে ও দারুসসালাম বিএনপির আহ্বায়ক এসএ সিদ্দিক সাজু।

মনোনয়ন বঞ্চিত হওয়ায় সাজুর কর্মী ও সমর্থকরা বিভিন্ন সময়ে বিক্ষোভ দেখিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, সাজুর বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ অমান্য এবং সাংগঠনিক সিদ্ধান্ত অগ্রাহ্য করার অভিযোগ রয়েছে।

সেক্ষেত্রে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা তিন দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

নোটিশে এটি জমা দেওয়ার স্থান হিসেবে নয়াপল্টনস্থ ঢাকা মহানগর উত্তর বিএনপির কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন