

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আনন্দঘন পরিবেশে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ হয়।
মোট ৯টি পদের মধ্যে ২টিতে ভোট অনুষ্ঠিত হয়, বাকি ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদে প্রদীপ সাহা (আনারস প্রতীক) ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুমন বসাক (ছাতা প্রতীক) পান ৪৯ ভোট। ইউনিয়নের মোট ভোটার ছিলেন ২২৬ জন।
যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সহ-সভাপতি আনন্দ বসাক, সাধারণ সম্পাদক কামাল পারভেজ, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক অমল বসাক, অর্থ সম্পাদক সাগর কুমার সাহা, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক সুমন চন্দ্র রায় এবং কার্যকরী সদস্য বিপুল বসাক।
ভোট গ্রহণ শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার বেলাল উদ্দিন সরকার ফলাফল ঘোষণা করেন। এ সময় সহকারী প্রিজাইডিং অফিসার এনামুল হক এবং পুলিং অফিসার কাজল রেখা উপস্থিত ছিলেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
