

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইল-৭ মির্জাপুর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন করেছে মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাবের অনুসারীরা।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌর এলাকার পোষ্টকামুরী জহুর বাড়ির মোড় থেকে উপজেলার জামুর্কী হয়ে গোড়াই শিল্পাঞ্চল প্রদক্ষিণ শেষে পুনরায় জহুর বাড়ির মোড় গিয়ে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত সাতশতাধিক মোটরসাইকেল দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।
মোটরসাইকেল শোডাউনে অংশ নেওয়া নেতাকর্মীরা আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়ন পরিবর্তন করে সাইদ সোহরাবকে দেওয়ার জোর দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।
মোটরসাইকেল শোডাউনের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে সাইদ সোহরাব বলেন, বিএনপির ঘাটি হিসেবে পরিচিত মির্জাপুরের এই আসনটি ২০০১ সাল থেকে হাতছাড়া রয়েছে শুধুমাত্র প্রার্থীর কারণে। এবারও দলের প্রাথমিক প্রার্থী তালিকায় আবুল কালাম আজাদ সিদ্দিকীর নাম আসায় তৃণমুল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।তারা এই মনোনয়ন পরিবর্তন চায়।
মন্তব্য করুন