মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে শহর পরিস্কার কর্মসূচির উদ্বোধন করলেন সালাহউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম
টাঙ্গাইলে শহর পরিস্কার কর্মসূচির উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু
expand
টাঙ্গাইলে শহর পরিস্কার কর্মসূচির উদ্বোধন করলেন সুলতান সালাউদ্দিন টুকু

পরিচ্ছন্ন টাঙ্গাইল গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন টাঙ্গাইল সংগঠনের উদ্যোগে ৭ দিনব্যাপী শহর পরিস্কার কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার এলাকা থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পরিচ্ছন্ন পরিবেশ একটি সচেতন সমাজ গঠনের অন্যতম শর্ত। আমরা সবাই যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হই, তাহলে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য শহরে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচ্ছন্ন টাঙ্গাইলের সভাপতি মাহামুদুল হক সানু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন।

অনুষ্ঠানে পৌর ও উপজেলা স্বেচ্ছাসেবক দল,যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনের পর নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, টাঙ্গাইল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন