

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সেই সাথে আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে থাকা বেনজীরের সম্পদের তথ্য পেতে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ তথ্য জানান সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ। তিনি জানান, ১১ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগের মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
এদিন, অগ্রণী ব্যাংকের কেনাটাকায় ২২ কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাবেক দুই এমডি সৈয়দ আব্দুল হামিদ ও মোহাম্মদ শামস-উল ইসলামসহ ৯ জনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুদক।
মন্তব্য করুন