মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির চাকরি পেয়েছেন ভাগনে, ৭ লাখ টাকা চাঁদা দাবি মামার

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
গ্রেফতারকৃত মাসুম রানা
expand
গ্রেফতারকৃত মাসুম রানা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির চাকরি দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) ভোররাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম রানা উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় গত তিনমাস আছে বিজিবির চাকরি হয়েছে মাসুম রানার আপন ভাগনের। তখন থেকে দালালের মাধ্যেমে চাকরি করে দিয়েছে এমন দাবি মাসুম রানার। এজন্য দালালকে ৭ লাখ টাকা দেওয়া লাগবে। এজন্য আপন বোনের কাছে চাঁদা দাবি করে আসছেন তিনি। পরে মাসুম রানার বিরুদ্ধে মামলা করেন তারা।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাগনের বিজিবির চাকরি হয়েছে শুনে ভাগনের স্বজনদের কাছে চাঁদাদাবি করে আসছিলেন মাসুম রানা। পরে চাঁদাবাজির মামলার তাকের গ্রেফতার করে আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন