শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২০ পিএম আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার বিকেলে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।

বক্তারা বলেন, যুবদল হচ্ছে বিএনপির অগ্রণী শক্তি, যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সামনের সারিতে থেকে ভূমিকা রাখছে। তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে সংগঠিত করতে যুবদল নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে জেলা, উপজেলা ও পৌর যুবদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালির শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও দেশব্যাপী গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন উদ্যমে কাজ করার শপথ নেওয়া হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন