শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মিছিল

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
expand
টাঙ্গাইলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে থেকে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন জরুরি। তারা অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম ও যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন