

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সমাজ সেবাই যাদের নেশা,মানুষের কল্যাণই যাদের পেশা,এমন একটি সংগঠনের নাম মুথারচালা স্বপ্নছায়া স্পোর্টিং ক্লাব।সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন তারা।
সংগঠনটি মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের মুথারচালা বাজার এলাকায় অবস্থিত। সংগঠনটি ২০১৫ সালে স্থাপিত হয়েছে।প্রতিষ্ঠার ১০ বছর ধরেই তাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখেছে।তারই ধারাবাহিকতায় বাসা ফাউন্ডেশনের অর্থায়নে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ২ টা পর্যন্ত সংগঠনটির কার্যালয়ে এই ক্যাম্পের কাজ সম্পন্ন হয়েছে।ক্যাম্পে চক্ষু,মেডিসিন,শিশু,গাইনী,মহিলা রোগ,ডায়াবেটিস রোগের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।ক্যাম্পে প্রায় ২০০ রোগীকে সেবা প্রদান করেছে সংগঠনটি।
চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন,এমন মহৎ কাজকে স্বাগত জানাই।তাদের এমন উদ্যোগ সত্যিই অনেক প্রশংসার দাবিদার।তারা যেন এমন কর্মকাণ্ড সবসময় করতে পারে,সেই দোয়াই করি।
সংগঠনটির কর্তৃপক্ষ কদ্দুস,সফি,দেলোয়ার,রানা,জাহিদ সহ সকলেই বলেন,আমরা সবসময় সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি।তারই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও যেন আমরা এই ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারি সেজন্যে সকলের সহযোগিতাও চান তারা।
বাসা ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলেন,আমরা সবসময় সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকি।ভবিষ্যতেও করতে চাই।
সংগঠনটির সভাপতি শরিফ মাহমুদ বলেন,আমরা আগেও সমাজের জন্য কাজ করেছি,ভবিষ্যতেও করতে চাই।এইজন্য সকলের সহযোগিতাও চান তিনি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
