

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা মির্জাগঞ্জের সর্বস্তরের মানুষের কল্যাণে সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গত এক যুগ ধরে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে মানবিক ও উন্নয়নমূলক সংস্থা মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন।
রাষ্ট্রের জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পাশাপাশি ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিশেষ ভূমিকা রেখেছেন যেসব গুণীজন— সেই কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে আয়োজিত হয় ‘গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান।’
শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সম্মানিত সদস্য ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের খ্যাতনামা কোলোরেক্টাল সার্জন প্রফেসর ডা. একেএম ফজলুল হক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া, শিল্পাঞ্চল পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দীন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন শিপার, আল মানারাত হাসপাতালের প্রতিষ্ঠাতা ড. সুলতান আহম্মেদ, সাবেক সচিব ড. আনোয়ার উল্লাহ (এফসিএম), বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মাহবুব হোসেন, পুলিশ সুপার মোরশেদ রুমি, দেশবন্ধু গ্রুপের এমডি গোলাম রহমান, এসিআই লিমিটেডের উপনির্বাহী পরিচালক বশির গোলদার, দেশবন্ধু গ্রুপের সিইও ইদ্রিসুর রহমান, জয় গ্রুপের এমডি মুজিবুর রহমান শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোশারফ হোসেন মিলু, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মাহবুব হোসেন ও আব্দুস সালাম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জওহার ইকবাল খান, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক সুসান্ত শাহা, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন, সদস্য আলমগীর হোসেন ও এস এম শাহজাদা শাহাদাত, এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত আইজিপি, ডিআইজি, এসপি, গণমাধ্যমের সাংবাদিক, সেনাবাহিনীর কর্মকর্তা ও বিশিষ্ট সমাজসেবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মির্জাগঞ্জের অবহেলিত মানুষের পাশে থেকে সহযোগিতা প্রদানের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তাঁরা ভবিষ্যতেও মির্জাগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীর তাঁর বক্তব্যে বলেন, “আমরা গত প্রায় ১২ বছর ধরে মির্জাগঞ্জের পিছিয়ে পড়া মানুষদের স্বাবলম্বী করে তুলতে কাজ করছি। ইতোমধ্যে কয়েক শ’ অটোরিকশা ও সমপরিমাণ ছাগল বিতরণ করেছি। তারা এখন স্বাবলম্বী জীবনে ফিরে গেছে। আগামীতেও আরও বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হবে। সমাজের সকল বিত্তবান মানুষকে এই মানবিক প্রয়াসে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
