

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী প্রজন্ম দলের নির্বাহী কমিটির সভাপতি জুয়েল সরকারকে সমর্থন জানিয়ে টাঙ্গাইলের দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে নাগরপুর ও দেলদুয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন শেষে পুনরায় নাল্লাপাড়ায় এসে শেষ হয়।
শোভাযাত্রায় ৫ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সমর্থকরা বিএনপি ও তারেক রহমানের পক্ষে স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
জুয়েল সরকার বলেন, আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই আমাদের টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে মনোনয়ন দেবেন সেই বিশ্বাস নিয়ে আমরা মাঠে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় আমি কাজ করতে চাই। বিএনপি বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস।
স্থানীয় নেতা-কর্মীরা জানান, এই শোভাযাত্রা ছিল আগামী নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের অংশ হিসেবে আয়োজন করা। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
