শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাপুরে পলাতক ৯ আসামী গ্রেফতার

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম
expand
মির্জাপুরে পলাতক ৯ আসামী গ্রেফতার

‎টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ বিভিন্ন মামলায় পলাতক ৯ আসামীকে গ্রেফতার করেছে।

‎গতকাল বুধবার (৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পলাতক এই ৯ আসামীকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়।

‎এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিয়মিত মামলায় একজন, জিআর মামলায় ৭ জন এবং পুর্বের মামলায় একজনসহ মোট ৯ আসামী গ্রেফতার হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন পলাতক ছিল। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় পুলিশ গতকাল বুধবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার আইনী প্রক্রিয়া শেষে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন