শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত সরকার না থাকলে জনগণের মধ্যে সেতুবন্ধন সম্ভব নয়: আমীর খসরু

টাঙ্গাইল প্রতিনিধি:
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৮:১৬ পিএম আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
expand
নির্বাচিত সরকার না থাকলে জনগণের মধ্যে সেতুবন্ধন সম্ভব নয়: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন,একটি নির্বাচিত সরকার না থাকলে জনগনের মধ্যে যে সেতু বন্ধন সেটা সম্ভব হয় না। যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।

সবাই দেশে বিদেশে সবাই বিনিয়োগ স্থগিত রেখেছে। শুধু নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচনের পরে বড় আকারে বাংলাদেশে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ।

আজ বুধবার টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহা দূর্গা মন্দিরে পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন,আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি ইনশাআল্লাহ নির্বাচনে যদি জনগন আমাদের রায় দেন আমরা এই শিল্প খাতে যে চাকুরী কর্মসংস্থান হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা অলরেডি প্লান করেছি।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন