শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১: ছুটে গেলেন বিএনপি নেতা টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পিএম
নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু
expand
নিহতের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল শহরে লৌহজং নদীতে গোসলে নেমে নিখোঁজ মেহেদী হাসান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল সিফেন্সের ডুবুরি দল। নিহত মেহেদী হাসান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে।

এছাড়াও এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা) নিখোঁজ রয়েছেন অপর শিশু একই এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল্লাহ আহসান আদিব।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পশ্চিম আকুরটাকুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়াও নিহত পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শী শিশু মো. লাবীব মিয়া জানান, সে সহ তিন শিশু নদীতে গোসলে নামে। নদী থেকে সে উঠলেও আদিব ও মেহেদী নিখোঁজ হয়। পরে স্থানীয়রা নদী থেকে দুই শিশুকে উদ্ধারের চেষ্টা করে। মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক মো. জানে আলম বলেন, বিকেল চারটর দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেক জনের মরদেহ উদ্ধারের সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X