শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার যেসব এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪২ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জানিয়েছে, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ–১ এর নির্বাহী প্রকৌশলীর বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।

লাক্কাতুরা উপকেন্দরের আওতায় প্রভাবিত এলাকা: কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচার অংশবিশেষ, লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বড় বাজার ও আশপাশের এলাকা।

আম্বরখানা উপকেন্দরের আওতায় প্রভাবিত এলাকা: ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, পীর মহল্লা, হাউজিং এস্টেট, আম্বরখানা, দরগা মহল্লা, জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, স্টেডিয়াম মার্কেটসহ আশপাশের এলাকা।

অন্যদিকে, বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এর আওতায়ও শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জরুরি মেরামত, ট্রান্সফরমার রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন কাজ চলবে। এ সময় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন