বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ নেতাকর্মীদের নিয়ে এসএমপি কমিশনারের দেয়া নির্দেশনা ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম
expand
আ. লীগ নেতাকর্মীদের নিয়ে এসএমপি কমিশনারের দেয়া নির্দেশনা ভাইরাল

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনারের একটি নির্দেশনা নিয়ে শহরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই অফিস আদেশে দেখা যায়, এসএমপির এলাকায় কোনো আওয়ামী লীগের লোকজন যেন প্রকাশ্য না থাকতে পারে। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, এই নির্দেশনা ড্রাফট কপি ছিল। কিভাবে তা যেনো বাইরে চলে গেছে। ইনফরমেশনটা ভিন্নভাবে চলে গেছে। আমরা নতুন করে কারেকশন দিচ্ছি।

জানা গেছে, সম্প্রতি কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর রোববার কমিশনার স্বাক্ষরিত নির্দেশনা মহানগর পুলিশের বিভিন্ন কর্মকর্তার কাছে প্রেরণ করা হয়।

নির্দেশনার একটি অংশে বলা হয়, এসি, এডিসি ও ডিসি পর্যায় কর্মকর্তারা এই বিষয়ে তদারকি করবেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন। তবে এই অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার জন্ম দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন