

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেট শহর ও এর আশপাশের অঞ্চলে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার, যা হালকা ধরনের ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়।
এটির উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক বলে জানা গেছে এবং ঢাকা থেকে এর দূরত্ব ১৮৫ কিলোমিটার। ভূমিকম্পটি অনুভূত হওয়ার পর সিলেট শহরের বিভিন্ন স্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি দেখা যায়। এ সময় অনেকেই আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প সাধারণত হালকা ধরনের হয় এবং এর ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না। তবে, মানুষের আতঙ্ক সৃষ্টি হয় এবং দুর্বল কাঠামো বা ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে সামান্য ক্ষতি হতে পারে।
মন্তব্য করুন
