শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ইবনে সিনা হাসপাতালে হামলা, আহত ৫

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
সিলেট ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে
expand
সিলেট ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে

সিলেটের ইবনে সিনা হাসপাতালে এক রোগীর মৃত্যুর জেরে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ এলাকার তানিম আহমেদ গত ৪ সেপ্টেম্বর রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

প্রথমে তাকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।

এরপর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজন ও বন্ধুরা উত্তেজিত হয়ে হাসপাতাল ভাঙচুর করেন। পাল্টা প্রতিক্রিয়ায় হাসপাতালের কর্মচারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে আহত হন পাঁচজন।

হাসপাতালের পরিচালক আমির হাবিবুর রহমান বলেন, রোগীর অবস্থা আগেই আশঙ্কাজনক ছিল। এরপরও চিকিৎসা অবহেলার অভিযোগ তুলে হামলা চালানো হয়েছে। এমনকি আইসিইউতে প্রবেশের চেষ্টা করা হয়। তবে এ ঘটনায় তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি শান্ত করে। পরে মধ্যরাতে নিহতের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্যোগে সমঝোতা হয়। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন